স্বাধীন দেশে
84Shares

ছবি: সংগৃহীত
সেদিন খোকা বলল হেসে জানো কি মা তুমি,
বিজ্ঞাপন
সেদিন খোকা বলল হেসে
জানো কি মা তুমি,
স্বাধীন হবে আমাদের এই
বিজ্ঞাপন
প্রিয় বাংলা ভূমি।
বীর সেনারা লড়ছে যে মা
বিজ্ঞাপন
সকাল দুপুর রাতে,
স্বাধীনতার স্বপ্ন চোখে
অস্ত্র নিয়ে হাতে।
বিজ্ঞাপন
পাক সেনারা পারবে না মা
থাকতে বাংলায় টিকে ,
বিজ্ঞাপন
বীর সেনারা তারাবে তাদের
নিজ দেশের দিকে।
বিজ্ঞাপন
বীর বাঙালি এমন জাতি
পিছু হাঁটে না যে,
অস্ত্র হাতে যুদ্ধ করে
বিজ্ঞাপন
দেখিয়ে দেয় কাজে।
পাক সেনাদের জব্দ করবো
বিজ্ঞাপন
ক্লান্ত হবে শেষে,
আমরা পাবো স্বাধীনতা
চলবো স্বাধীন দেশে।








