মজাদার চমচম তৈরি

প্রায় মানুষের কাছে চমচম একটি পছন্দের নাম দোকান থেকে কিনে আনা চমচম স্বাস্থ্যকর নাও হতে পারে
বিজ্ঞাপন
প্রায় মানুষের কাছে চমচম একটি পছন্দের নাম। দোকান থেকে কিনে আনা চমচম স্বাস্থ্যকর নাও হতে পারে। এক্ষেত্রে ঘরে তৈরি করে খাওয়াই উত্তম। তবে রেসিপি না জানার কারণে এটি অনেকেই তৈরি করতে পারেন না।
চলুন জেনে নেওয়া যাক ঘরেই চমচম তৈরির রেসিপি-
বিজ্ঞাপন
মিষ্টি তৈরি করতে যা লাগবে
বিজ্ঞাপন
ছানা- ১ কাপ
ময়দা- ১ চা চামচ
বিজ্ঞাপন
সুজি- ১ চা চামচ
বিজ্ঞাপন
চিনি- ১ চা চামচ
এলাচ গুঁড়া- ১ চিমটি
বিজ্ঞাপন
মিষ্টি তৈরি করবেন যেভাবে
বিজ্ঞাপন
সব একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে চমচমের শেপ দিতে হবে।
সিরা তৈরি করতে যা লাগবে
বিজ্ঞাপন
চিনি- ১ কাপ
বিজ্ঞাপন
পানি- ৩ কাপ
চমচম তৈরি করবেন যেভাবে
বিজ্ঞাপন
সিরা ফুটে উঠলে মিষ্টি দিয়ে ঢেকে অল্প আঁচে দেড় ঘণ্টার মতো জ্বাল দিতে হবে। এরপর ২ টেবিল চামচ চিনি ক্যারামেল করে সিরায় দিন। এরপর আরও এক ঘণ্টার মতো জ্বাল দিয়ে চুলা বন্ধ করে দিন। মিষ্টিগুলো ওভাবেই সিরায় রেখে দিন আরও চার-পাঁচ ঘণ্টা। এরপর সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে নিন।








