মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের আলোচনা সভা

প্রবাসীদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা করেছে অধিকার পরিষদ। অধিকার পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখা রবিবার (১৩ ফেব্রুয়ারি) বুকিত বিনতাং হোটেল...
বিজ্ঞাপন
প্রবাসীদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা করেছে অধিকার পরিষদ। অধিকার পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখা রবিবার (১৩ ফেব্রুয়ারি) বুকিত বিনতাং হোটেল মেজবান গ্রিলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব
করেন কুয়ালালামপুর মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন সাধারণ
সম্পাদক (ভারপ্রাপ্ত) ইব্রাহীম খলিল।
বিজ্ঞাপন
আলোচনা সভায়
বক্তারা বলেন, প্রবাসীদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে সব সময় পাশে থাকবে প্রবাসী
অধিকার পরিষদ। উড়োজাহাজের ভাড়া কমানোসহ প্রবাসীদের যৌক্তিক দশ দফা দাবি বাস্তবায়নে
সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকার পরিষদের নেতারা।
বাংলাদেশ প্রবাসী
অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক
ইসমাইল হোসেন, মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সহ-সভাপতি
আমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম হাসান, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক ইমরান
হোসেন, সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলাম, কুয়ালালামপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক
ইমাম মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাওসার, গণযোগাযোগ সম্পাদক সাব্বির
আহমেদ রনি এস কে আলিম ও পেরাক বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন সরকারসহ অন্য
নেতারা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা
শেষে প্রবাসীদের সমস্যা মিডিয়ায় তুলে ধরার জন্য সংগঠনের পক্ষ থেকে মালয়েশিয়ায় কর্মরত
সাংবাদিকদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
বিজ্ঞাপন
জি আই/








