Logo

ইফতারের পাতে রাখুন সবজি হালিম

profile picture
জনবাণী ডেস্ক
১২ এপ্রিল, ২০২৩, ০৯:৪৫
42Shares
ইফতারের পাতে রাখুন সবজি হালিম
ছবি: সংগৃহীত

বাটা ও গুঁড়া মশলা স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষিয়ে নিন

বিজ্ঞাপন

ইফতারে হালিম থাকলে খেতে বেশ লাগে। যারা ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাদের কাছে বেশি প্রিয় এই হালিম। এটি সাধারণত মাংস দিয়ে তৈরি করা হয়। তবে আপনি চাইলে এরসঙ্গে সবজি যোগ করে তৈরি করতে পারেন সবজি হালিম। 

চলুন জেনে নেওয়া যাক, সবজি হালিম তৈরির রেসিপি-

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

পোলাওয়ের চাল- ১০০ গ্রাম

বিজ্ঞাপন

মসুর ডাল- ১০০ গ্রাম

মাষকলাইয়ের ডাল- ৫০ গ্রাম

বিজ্ঞাপন

মুগ ডাল- ১০০ গ্রাম

বিজ্ঞাপন

বুটের ডাল- ৫০ গ্রাম

গমের গুঁড়া- ১ টেবিল চামচ

বিজ্ঞাপন

পেঁয়াজ কিউব করে কাটা- ১ কাপ

বিজ্ঞাপন

মিহি করে পেঁয়াজ কাটা- ২ টেবিল চামচ

আস্ত কাঁচা মরিচ- ১০-১২টি

বিজ্ঞাপন

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

আদা কুচি- ১ চা চামচ

লেবুর টুকরা- পরিমাণ মতো

হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

আদা বাটা- আধা টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

ঘি- ১ টেবিল চামচ

তেল- পরিমাণমতো

পানি- পরিমাণ মতো

তেঁতুলের ঘন পানি- আধা কাপ

গাজর, টমেটো, ফুলকপি- পরিমাণমতো

শুকনো মরিচ- ৫-৬টি

হাড়সহ গরুর মাংস- ৫০০ গ্রাম

হালিমের মসলা- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মাংস ভালো করে ধুয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ এবং আস্ত গরম মশলা দিয়ে ভাজুন। বাটা ও গুঁড়া মশলা স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষিয়ে নিন। এরপর তাতে মাংস দিন। ভালো করে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস হয়ে এলে এতে হালিমের মসলা ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে রাখুন। 

হালিমের শস্য আলাদা আলাদা পানিতে ভিজিয়ে রাখুন। প্রায় ৪-৫ ঘণ্টা। এরপর সব শস্য একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিন। কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করুন। এরপর রান্না করা মাংসের সঙ্গে মিশিয়ে জ্বাল দিতে থাকুন। খেয়াল রাখুন নিচে যাতে লেগে না যায়। 

সব সবজি ধুয়ে নিন। হালিম সেদ্ধ হয়ে এলে তাতে আরও হালিমের মসলা এবং সবজি দিয়ে নাড়তে থাকুন। হালিম ঘন হলে নামিয়ে নিন। এরপর গরম হালিমের সঙ্গে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা ও কাঁচা মরিচ কুচি, তেঁতুল পানি বা লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD