ঈদ
71Shares

ছবি: সংগৃহীত
রমজান মাস শেষে ঈদ এসেছে ফিরে,
বিজ্ঞাপন
রমজান মাস শেষে
ঈদ এসেছে ফিরে,
খুশী আজ বিশ্ব জুড়ে
বিজ্ঞাপন
আনন্দ সব ঘরে ঘরে।
আত্মীয়-স্বজন মহা আয়োজন
বিজ্ঞাপন
নতুন জামা-জুতো কেনা,
এসেছে শাওয়ালের চাঁদ সোনা
অতি আপন অমলিন চিরচেনা।
বিজ্ঞাপন
ধনী-গরীব সবাই মিলে
ঈদ উৎসব পালন করে,
বিজ্ঞাপন
প্রত্যেকে প্রত্যেকের দ্বারে
বরণ করে নেয় তারে।
বিজ্ঞাপন
কোলাকুলি মিষ্টিমধুর বুলি
পিতা মাতাকে কদমবুছি,
ঈদ আনন্দ ঘরে ঘরে
বিজ্ঞাপন
বারবার আসুক ফিরে।








