Logo

চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার প্রতিবেদন ২৩ মার্চ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
9Shares
চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার প্রতিবেদন ২৩ মার্চ
ছবি: সংগৃহীত

ভাড়া বিতর্কে ইরফান নামে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগ...

বিজ্ঞাপন

ভাড়া বিতর্কে ইরফান নামে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ মার্চ ধার্য করেছেন আদালত।

রবিবার (২০ ফেব্রুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

সিএমএম আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক (এসআই) সালোয়ার হোসেন এ তথ্য জানান। ইরফানকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগে তার স্ত্রী ইসমত আরা ২০ জানুয়ারি ওয়ারি থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ইরফান রাজধানীর ওয়ারি থানাধীন নবাবপুর আর রহমান মার্কেটে তাহের অ্যান্ড সন্স নামে ফ্যানের দোকানে চাকরি করতেন। গত ২০ জানুয়ারি সকাল ১০টার দিকে ইরফান ডেমরা থেকে গ্রিন বাংলা পরিবহনের বাসে করে নবাবপুরে যাওয়ার জন্য রওনা হন।

বেলা ১১টা ১০ মিনিটের দিকে ইরফান ওয়ারি থানাধীন জয়কালী মন্দির রোডে পৌঁছালে বাসের কন্ডাক্টর মোজাম্মেল হকের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল ইরফানকে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে ইরফানকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেন মোজাম্মেল। ইরফান রাস্তায় পড়ে মাথা, মুখ, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD