Logo

দুর্নীতির সংবাদে সাংবাদিক তলবে সিআরইউ’র নিন্দা

profile picture
জনবাণী ডেস্ক
২২ এপ্রিল, ২০২৫, ২৩:৫৩
51Shares
দুর্নীতির সংবাদে সাংবাদিক তলবে সিআরইউ’র নিন্দা
ছবি: সংগৃহীত

পুলিশ কর্তৃক জারি করা একটি চিঠির মাধ্যমে তলব করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি ।

বিজ্ঞাপন

ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় পুলিশের ঘুষ বাণিজ্য নিয়ে ‘ঘুষ ওপেন সিক্রেট’ শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মহিউদ্দিন খান রিফাতকে বাংলাদেশ পুলিশ কর্তৃক জারি করা একটি চিঠির মাধ্যমে তলব করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি । 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, কোর্ট অঙ্গণের পেশাদার সংগঠন সিআরইউ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার  মহিউদ্দিন খান রিফাতকে গত ৮ এপ্রিল তারিখে দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ এবং রিফাতকে একজন পুলিশ কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। যেকোনো গণতান্ত্রিক সমাজে, সাংবাদিক এবং তাদের নিউজ সোর্স জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত। 

বিজ্ঞাপন

বিবৃতিতে আরোও বলা হয়, সংবাদে যদি কোনো ভুল বা আপত্তিকর কিছু থাকে, তাহলে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রতিবাদলিপির বিধান রয়েছে। তবে সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে ভয় দেখানো ফ্যাসিস্ট সরকারের পুলিশের লক্ষণ। নতুন বাংলাদেশে এটি কোনোভাবে কাম্য নয়।

কোর্ট রিপোর্টার্স ইউনিটি জানায়, সংবাদমাধ্যমে ওপর হস্তক্ষেপ করা তথা সাংবাদিক হেনস্তার পুরনো এই হয়রানির আমরা তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই অপেশাদার আচরণের তদন্ত করার এবং বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্য দিকে আদালতের হাজতখানায় আসামির সাথে দেখা, খাবার অথবা জিনিস দেয়া, জামিনসহ বিভিন্ন কাজে পুলিশকে ঘুষ দেয়া বহু বছরের পুরনো। হাজতখানাসহ আদালত পাড়ার পুলিশের উচ্চ মহল পর্যন্ত এ ঘুষের টাকার ভাগ পান বলে অভিযোগ করেছে। এ ঘুষ বাণিজ্যের কথা ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD