Logo

নানা আয়োজন বেবিচকে ইঞ্জিনিয়ার্স ডে উদযপান

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৫, ০৫:০১
50Shares
নানা আয়োজন বেবিচকে ইঞ্জিনিয়ার্স ডে উদযপান
ছবি: সংগৃহীত

অভিজ্ঞ প্রকৌশলী যাদের অবদানের ফলেই আজ দেশের বিমানবন্দরগুলো আধুনিকতা ও নিরাপত্তার এক নতুন স্তরে পৌঁছেছে

বিজ্ঞাপন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উৎসবমুখর পরিবেশে ইঞ্জিনিয়ার্স ডে-২০২৫ উদযাপন করেছে।

এ উপলক্ষে বুধবার (০৭ মে) সন্ধ্যায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে বেবিচক এর প্রধান প্রকৌশলীর দপ্তর। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দররের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, বিএসপি, বিপিপি, এসিএসসি, পিএসসি, পিএইচডি, ইএনজিজি 

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার্স ডে-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা ও স্মরণীয় কিছু আয়োজন। দিনটির তাৎপর্য উদযাপন করতে কেক কাটা, প্রকৌশলীদের কর্মযজ্ঞ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন, নৃত্য, নাটক, সংগীতানুষ্ঠান ও কবিতা আবৃতির মতো নানা আয়োজন। 

বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন, আজ আমরা এখানে এক অনন্য উপলক্ষ্যে একত্রিত হয়েছি। এই দিনটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি প্রকৌশলীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি প্রতীক, তাঁদের শ্রম, মেধা ও নিষ্ঠার প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ। তাঁরা স্বপ্ন দেখেন, পরিকল্পনা করেন, নকশা তৈরি করেন, আর দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে সে স্বপ্নকে বাস্তবে রূপ দেন।

তিনি আরও বলেন, বেবিচক সৌভাগ্যবান, কারণ এখানে রয়েছে একদল দক্ষ, নিষ্ঠাবান এবং অভিজ্ঞ প্রকৌশলী যাদের অবদানের ফলেই আজ দেশের বিমানবন্দরগুলো আধুনিকতা ও নিরাপত্তার এক নতুন স্তরে পৌঁছেছে। বিশেষ করে দৃশ্যমান অবকাঠামো উন্নয়নে তাঁদের অবদান সত্যিই প্রশংসনীয়। টার্মিনাল, রানওয়ে, এটিসি টাওয়ার, ফায়ার স্টেশন থেকে শুরু করে নিরাপত্তা ও নেভিগেশনের আধুনিকীকরণে তাঁদের নিরলস প্রচেষ্টা আমাদের বিমান চলাচল ব্যবস্থাকে করেছে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন। তিনি আরও বলেন, Building Information Modeling এর মাধ্যমে ডিজিটাল নকশা ও কার্যক্রম মনিটরিং, Smart Terminal Systems, Advanced Baggage Handling Systems, Automated Passenger Flow Management, Airfield Ground Lighting Control System, এবং Airport Management Software-এর মতো cutting-edge প্রযুক্তির সফল প্রয়োগ প্রকৌশলীদের সৃজনশীলতা ও দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নানা আয়োজন বেবিচকে ইঞ্জিনিয়ার্স ডে উদযপান