Logo

এবার মানুষের মতো মুখভঙ্গি প্রকাশ করবে রোবট

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
33Shares
এবার মানুষের মতো মুখভঙ্গি প্রকাশ করবে রোবট
ছবি: সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক:  বছর কয়েক আগে আমরা রোবোটিক কার্যক্রম শুধু ছবিতেই দেখেছি। হুবহু মানুষের মতো সকল কাজকেই নকল করছে। এখন আর এগুলো সায়েন্সফিকশনের মধ্য...

বিজ্ঞাপন

প্রযুক্তি ডেস্ক:  বছর কয়েক আগে আমরা রোবোটিক কার্যক্রম শুধু ছবিতেই দেখেছি। হুবহু মানুষের মতো সকল কাজকেই নকল করছে। এখন আর এগুলো সায়েন্সফিকশনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এখন এগুলো বাস্তবেই দেখতে পাচ্ছি। প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে প্রযুক্তিবিদরা রোবোটগুলোকে এখন হুবহু মানুষের রূপ দিচ্ছে। শুধু তাই নয় দীর্ঘ কয়েক বছর ধরে মানুষ যেভাবে ক্রিয়াকলাপ সম্পাদন করে রোবটকেও সে রকমভাবে তৈরি করা হচ্ছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রোবোট তৈরির কারখানায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, রোবোটকে এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যে রোবোটটি মানুষের মতো চোখ নাড়াচ্ছে, এমনকি মুখের চোয়ালকে বিভিন্ন ভঙ্গিতে এদিক ওদিক করছে। এ যেন মানুষের হুবহু প্রতিবিম্ব।

বিজ্ঞাপন

এ ধরনের রোবোট তৈরি অনেক ব্যয়বহুল। যে প্রযুক্তিবিদ এই রোবোটটি তৈরি করেছেন তিনি বলেন, এটি নিয়ে আরও কাজ করতে হবে। থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে এ রোবোট তৈরি করা হয়েছে।

রোবটটির নির্মাতা বলেন, বিশ্বে এ ধরনের রোবট এই প্রথম। এর নাম দেওয়া হয়েছে অ্যামিকা। চলতি মাসে এটি প্রকাশ্যে আনা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD