Logo

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৫, ০৩:৪৬
57Shares
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা
ছবি: সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান

বিজ্ঞাপন

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। 

শনিবার (১০ মে) রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে কোকোর কবর জিয়ারত করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও মোনাজাত করেন তিনি। তার সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথিসহ পরিবারের অনান্য সদস্যরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাকায় ডা. জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে তদারকি করছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সিএসএফ সদস্যদের (বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) মাধ্যমে এ নিরাপত্তা নিশ্চিত করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

বিজ্ঞাপন

বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজে লেখাপড়া করেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবার ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন।

বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো।

কোকোর পরিবারে রয়েছেন স্ত্রী শামিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD