‘জিয়াউর রহমানের মতো সংস্কার এই সরকার জীবনেও করতে পারবে না’

অথচ, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে যে সংস্কার করে গেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তা কখনই করতে পারবে না।
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) বিকেল ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় মির্জা আব্বাস বলেন, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমান বহু সংস্কার করে গেছেন, কিন্তু কোনো ঘোষণা দেননি। অথচ, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে। জিয়াউর রহমানের মতো সংস্কার এই সরকার সারা জীবনেও করতে পারবে না।
বিজ্ঞাপন
তিনি বলেন, সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ আমদানি করছে সরকার, যারা এ দেশের নাগরিক নয়। দেশের প্রতি অত মমত্ববোধ নেই। দেশকে ভালোবাসেন না। তারা কী করে এ দেশের মানুষের সংস্কার করবে, আমরা বুঝতে পারি না।
বিজ্ঞাপন
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা জানি, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে আর কখনও নির্বাচন হবে না। এই দেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে।
বিজ্ঞাপন
মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। তিনি বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। অথচ, তিনিই (ড. ইউনূস) ডিসেম্বরে নির্বাচনের কথা প্রথম বলেছেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলেন, বিদেশিদের হাতে কেন টার্মিনাল দিতে হবে। বিদেশিরা এলে টাকা বাংলাদেশে রাখবে না। তাই বিদেশিদের প্রতি প্রেম-ভালোবাসা ছেড়ে দেন। দেশের মানুষকে ভালো রাখেন। দেশের লোকেরাই নিউমুরিং টার্মিনাল চালাবে।
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সেন্ট মার্টিনে খাওয়া নেই, কাপড় নেই, মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। সেন্ট মার্টিনে কী এমন হয়ে গেল যে বাংলাদেশি নৌকা যেতে পারবে না? সেখানে কী এমন ঘটনা ঘটছে, জানতে চাই। সাজেকে কী হচ্ছে, আমরা জানতে চাই।
এমএল/








