Logo

‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য: নাহিদ

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৫, ২৩:৪৯
40Shares
‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য: নাহিদ
ছবি: সংগৃহীত

‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য: নাহিদ

বিজ্ঞাপন

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন কমিশন ‘শাপলা’ প্রতীককে নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ইসির এই সিদ্ধান্তকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৯ জুলাই) রাতে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এটা আমাদের মতো নতুন রাজনৈতিক দলের জন্য অযাচিত বাধা সৃষ্টি করছে।”

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, “নিবন্ধনের প্রক্রিয়ায় ইসি একরকম পক্ষপাতমূলক আচরণ করছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”

বিজ্ঞাপন

এনসিপি তাদের নিবন্ধনের আবেদনে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’—এই তিনটি প্রতীকের নাম প্রস্তাব করে। এর মধ্যে ‘শাপলা’ ছিল তাদের প্রথম পছন্দ।

এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি লেখেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘শাপলা’ প্রতীকটি ঐতিহাসিকভাবে বাংলাদেশে জাতীয় ফুল হিসেবে পরিচিত। এ প্রতীক নিয়ে ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল নির্বাচন করেনি।

বিজ্ঞাপন

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি ছাড়াও নাগরিক ঐক্য দলটি ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করেছিল। তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত প্রতীক হিসেবে ‘শাপলা’কে অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আগের ৬৯টি নির্বাচনী প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক বরাদ্দ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য: নাহিদ