Logo

গুলশানে চাঁদাবাজির ঘটনায় উমামা ফাতেমার ফেসবুক পোস্ট

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৫, ০৫:১৬
38Shares
গুলশানে চাঁদাবাজির ঘটনায় উমামা ফাতেমার ফেসবুক পোস্ট
ছবি: সংগৃহীত

এমনকি সংঘর্ষের ক্ষেত্রেও তারা সক্রিয়ভাবে জড়িত ছিল

বিজ্ঞাপন

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন আটক হওয়ার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন উমামা ফাতেমা। চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে অনেক আগ থেকেই হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। একইসঙ্গে রিয়াদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগও এনেছেন উমামা ফাতেমা। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক।

শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, অভিযুক্তদের নিয়ে যে বিস্ময়ের প্রকাশ দেখা যাচ্ছে, তা হাস্যকর।

বিজ্ঞাপন

পোস্টে উমামা লিখেছেন, চাঁদাবাজির ঘটনায় আমার পরিচিত অনেকে এতটাই বিস্মিত হয়েছেন যে মনে হচ্ছে, আমিই বরং সবচেয়ে কম অবাক হয়েছি। এই ছেলেগুলোকে বহুদিন ধরে বিভিন্ন নেতাকে প্রটোকল দিতে দেখেছি—সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি, এমনকি সংঘর্ষের ক্ষেত্রেও তারা সক্রিয়ভাবে জড়িত ছিল।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন এবং গুলশান-বনানী এলাকায় সক্রিয় একটি গ্যাং কালচারের সঙ্গেও যুক্ত ছিলেন বলে আগে থেকেই অভিযোগ ছিল।

বিজ্ঞাপন

পোস্টে তিনি গ্রেফতারকৃত একজনের সঙ্গে নিজের অতীত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। উমামা লিখেছেন, গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে রিয়াদ নামের এই ছেলেটি আমার সামনেই চরম উশৃঙ্খল আচরণ করেছিল। আমরা কয়েকজন নারী তাকে থামানোর চেষ্টা করলে সে উল্টো আমাদের ওপর চড়াও হয়। পরে জেনেছি, তার বিরুদ্ধে আগেও হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তার দাবি, এ ধরনের লোকজনের সংগঠনে অবাধ যাতায়াত ছিল এবং কোনো ধরনের প্রশ্ন করলে সংগঠনের ভেতরে চুপচাপ থেকে যাওয়া হতো।

বিজ্ঞাপন

চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যেসব প্রতিক্রিয়া এসেছে, তারও সমালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

‘ইশ! মানুষ কতটাই না নিষ্পাপ!’ লিখে তিনি যোগ করেন, এটা যেন আজ হঠাৎ করেই আবিষ্কৃত হলো যে এই ছেলেরা চাঁদাবাজি করছিল। অথচ সত্য হলো, এটি প্রথম ঘটনা নয়—শুধু প্রথমবার তারা পুলিশের হাতে ধরা পড়েছে।

এ ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনকে সংগঠন দুটির পক্ষ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়েছে। গুলশান থানা পুলিশ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD