নুরের ওপর হামলা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত: শিবির সভাপতি

জাহিদুল ইসলাম বলেন, “নুরের মতো জনপ্রিয় নেতার ওপর এভাবে প্রকাশ্যে হামলা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত।”
বিজ্ঞাপন
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আহত নুরকে দেখে যে প্রশ্ন তুললেন মঈন খান
বিজ্ঞাপন
এসময় জাহিদুল ইসলাম বলেন, “নুরের মতো জনপ্রিয় নেতার ওপর এভাবে প্রকাশ্যে হামলা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত।”
গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুর হাসপাতালে প্রধান উপদেষ্টার সঙ্গে গত রাতের ঘটনার বিস্তারিত শেয়ার করেছেন। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নুরকে দেখতে হাসপাতালে যান।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদসহ কয়েকজন আহত হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় নুর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন, লাঠির আঘাতে নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে।
এএস








