মির্জা ফখরুলের নামে প্রকাশিত সাক্ষাৎকারকে মিথ্যা বলল বিএনপি

সম্প্রতি ভারতের কলকাতাভিত্তিক বাংলা দৈনিক ‘এই সময়’-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তবে এ সংবাদকে পুরোপুরি মনগড়া ও ভিত্তিহীন দাবি করেছে বিএনপি।
বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বিষয়টি পরিষ্কার করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকার সম্পূর্ণ মিথ্যা ও কল্পিত। আসলে বিএনপি মহাসচিব সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।
বিজ্ঞাপন
দলটির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহাসচিব ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের বানোয়াট সংবাদ ছড়ানো হয়েছে। এতে জনগণের মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে। তবে এসব অসত্য প্রচারণা দেশের জনগণ ও বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারবে না।







