Logo

ডা. তাসনিম জারাকে দেওয়া গালির বিষয়ে যা বললেন সারজিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৫
27Shares
ডা. তাসনিম জারাকে দেওয়া গালির বিষয়ে যা বললেন সারজিস
সারজিস আলম - ডা. তাসনিম জারা | ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের একজন ব্যক্তি ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে। তবে এই গালিটা শুধুমাত্র ডা. তাসনিম জারার জন্য নয়; যারা আগামীর বাংলাদেশে উন্নয়ন ও পরিবর্তনের জন্য রাজনীতি করতে চান, তাদেরকেও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লিখেছেন, “একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিচ্ছে। আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি। একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এই দেশটাতে ফিরে এসেছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সুবিধাবাদী, ভণ্ড, অযোগ্য, চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না।”

সারজিস আলম মন্তব্য করেন, “গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান, তাদের দিয়েছে; যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান, তাদের দিয়েছে; যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান, তাদের দিয়েছে; যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, তাদের দিয়েছে। আপনাদের মা-বোনদের সামনে পেলে তাদেরকেও দেবে। কারণ ডা. তাসনিম জারার মতো নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে, তাহলে ওই অযোগ্য, কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না।”

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, “আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডা. জারার মতো মানুষদের রক্ষা করা। যেদিন আমরা সেটা পারব না এবং তারা আবার ফিরে যাবে; সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD