Logo

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৯
24Shares
কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ হোসেন
ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে নবনির্বাচিত ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দল প্রায় দেড় বছর ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

তার ভাষায়, বিএনপি এত বড় দল যে, একটি আসনের বিপরীতে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এজন্য স্থানীয় ও জেলা পর্যায়ে জরিপের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করে সঠিক প্রার্থী বেছে নেওয়া হবে।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, যারা জনগণের কাছে গ্রহণযোগ্য ও নিজ নিজ এলাকায় জনপ্রিয়, তারাই শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন।

সম্প্রতি নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রসঙ্গে ডা. জাহিদ অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ হোসেন