Logo

শহিদুল আলমকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ১৬:৩৫
22Shares
শহিদুল আলমকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে দখলদার ইসরায়েলি বাহিনী আটক করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’র নৌবহরকে আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েলি সেনারা। এ সময় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীকে আটক করা হয়, যাদের মধ্যে বাংলাদেশের শহিদুল আলমও আছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এই জাহাজগুলো গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও ওষুধসহ জরুরি মানবিক সহায়তা বহন করছিল। ইসরায়েলের এমন অমানবিক ও আইনবহির্ভূত পদক্ষেপ মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।”

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। কিন্তু ইসরায়েল এই আইন অমান্য করে নৌযান আটক ও মানবাধিকারকর্মীদের গ্রেফতার করে বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অবরুদ্ধ গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণবাহী জাহাজগুলো যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে আটক আলোকচিত্রী শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মীর নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শহিদুল আলমকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের