সময় নষ্ট না করে জুলাই সনদের আদেশ দ্রুত জারি করতে হবে: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আর দেরি না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। সময় নষ্ট হলে জনগণের আস্থা হারাবে অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, সম্ভব হলে আজই জুলাই সনদের আদেশ জারি করুন, না পারলে আগামীকালই করুন। এখন প্রতিটি দিন এবং প্রতিটি ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, গণভোটকে ব্যর্থ করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দিচ্ছে। তারা সবসময় হিসাব করে কোথায় লাভবান হবে, সেই অনুযায়ী সংস্কার চায়।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি প্রকাশ্যে বলছে তারা কোনোভাবেই গণভোট মেনে নেবে না। তাই সরকারের উচিত দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। দেরি হলে জনগণের বিশ্বাস হারাবে সরকার, যা জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন বিভিন্ন ইস্যুতে সকলের মতামত নিতে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করা সম্ভব নয়। রিফর্ম বা সংস্কার সময়সাপেক্ষ হলেও গণভোটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
বিজ্ঞাপন
জামায়াত নেতা ডা. তাহের বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে আসছি, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। একই সঙ্গে চাই গণভোটের রায়ের ভিত্তিতে সেই নির্বাচন অনুষ্ঠিত হোক। গণভোটের আগে নির্বাচন নয়।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক মহল সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে, যেন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল হয়। এসব প্রচারণা উদ্দেশ্যমূলক এবং নির্বাচন বানচালের কৌশল।








