চলতি মাসের মধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন জরুরি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি তারা জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের দাবি জানিয়েছে।
বিজ্ঞাপন
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি।
আরও পড়ুন: বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি
রবিবার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি দল গণভোট ইস্যু তুলে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে, অন্যদিকে আরেক দল সংস্কারের পথে বাধা দিচ্ছে। উভয় দিক থেকেই ভোটের সময়সূচি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জামায়াত এখন গণভোটকে মূল ইস্যু বানাতে চাইছে। কিন্তু গণভোটের সিদ্ধান্ত সরকারের ও নির্বাচন কমিশনের বিষয়। সেখানে যদি ‘নোট অব ডিসেন্ট’ থাকে, তাহলে কোনো ঐক্যমতের প্রশ্নই থাকে না।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচন ও সংস্কার দুটি ভিন্ন বিষয়। আমরা সংস্কারের পক্ষে, কিন্তু যারা সংস্কারকে উপেক্ষা করছে তাদের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়।
বিজ্ঞাপন
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেও জাতির সঙ্গে প্রতারণা করেছে। আমরা চাই, এই সনদ শুধু কাগজে নয়, বাস্তবে রূপ পাক। যদি কোনো দল সংস্কার ও গণতান্ত্রিক দাবির সঙ্গে একমত হয়, তাহলে এনসিপি ঐক্য ও সহযোগিতায় প্রস্তুত থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই অবস্থান ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে।








