১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

আসন্ন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিজ্ঞাপন
রবিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশ এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক স্বাধীনতা সীমিত হয়ে পড়েছে, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য দেশের মানুষের মনে নতুন করে স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের প্রেরণা জাগাবে।
বিএনপির ঘোষিত ১০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি ও আলোচনা সভা, অঙ্গ সংগঠনগুলোর পৃথক আলোচনা সভা, বিপ্লব ও সংহতি দিবসের ওপর ভিত্তি করে ডকুমেন্টারি, ভিডিওচিত্র ও পোস্টার প্রকাশ এবং ক্রোড়পত্র প্রকাশসহ প্রচারণামূলক নানা কর্মসূচি।
আরও পড়ুন: বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি
বিজ্ঞাপন
মির্জা ফখরুল জানান, এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে জাতীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করতে চায় বিএনপি।








