Logo

এভারকেয়ারে কমছে না জনতার ভিড়, সেলফি–লাইভে ব্যস্ত উৎসুক মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫৮
6Shares
এভারকেয়ারে কমছে না জনতার ভিড়, সেলফি–লাইভে ব্যস্ত উৎসুক মানুষ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে উত্তেজনার মধ্যে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে দিনভর উপচেপড়া ভিড় দেখা গেছে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হয়ে কেউ ফটোশুট, কেউ লাইভ ভিডিও, আবার কেউ সেলফি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট দেওয়ার প্রতিযোগিতা যেন আরও বাড়িয়ে দিয়েছে মানুষের উপস্থিতি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালটির সামনে দেখা যায়, ভিড়ের চাপ সামলাতে ব্যস্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বারবার অনুরোধ সত্ত্বেও হাসপাতালের সামনে ভিড় কমানো যাচ্ছে না, ফলে মূল সড়কও কখনো কখনো বন্ধ হয়ে পড়ছে। এতে রোগী পরিবহন ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হাসপাতালের প্রধান ফটক ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এসএসএফসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের বাইরে চারপাশে অসংখ্য বিএনপি নেতাকর্মী ও কৌতূহলী মানুষের অবস্থান। গেটের সামনে দাঁড়িয়ে কেউ হাসপাতালের নামফলককে ব্যাকড্রপ বানিয়ে সেলফি তুলছেন, কেউ লাইভে বলছেন ‘এভারকেয়ার আপডেট’, আবার কেউ টিকটক ভিডিও বানাতে ব্যস্ত।

বিজ্ঞাপন

ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা জানার জন্য। তবে অতি উৎসাহে ছবি তোলা ও লাইভ করার প্রবণতায় বিরক্তি প্রকাশ করেছেন বিএনপির বেশ কিছু নেতাকর্মী।

রাজধানীর বাড্ডা থেকে আসা সাইদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ফেসবুকে এত খবর আসছে যে বাসায় বসে থাকতে পারছিলাম না। তাই দেখতে এলাম। ভিড় করা ঠিক না জানি, কিন্তু না এসে পারলাম না।

অন্যদিকে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরা। রোগী পরিবহন ও জরুরি সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য তারা বারবার লোকজনকে সরে যাওয়ার অনুরোধ করছেন।

বিজ্ঞাপন

এক পুলিশ সদস্য বলেন, ভিড় হলেই অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হচ্ছে। অনেকে শুধু ছবি তোলার জন্যই আসছেন, এটা নিয়ন্ত্রণ করা কঠিন।

হাসপাতাল কর্তৃপক্ষও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত করতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD