সাকিবরা টেস্ট খেলবেন, আইপিএল না: পাপন

‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। কিন্তু দিলে বিসিবি জানাবে
বিজ্ঞাপন
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হাসান পাপন।
এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন, আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।
বিজ্ঞাপন
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। কিন্তু দিলে বিসিবি জানাবে।
বিজ্ঞাপন
এক প্রশ্নে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।' বাংলাদেশের তিন ক্রিকেটার আইপিএলে তাদের নিয়ে প্রত্যাশা কেমন এমন প্রশ্নে পাপন বলেন, ‘খেলাবে কি না তাও জানি না।








