Logo

ইংল্যান্ডকে ২৩০ রানের লক্ষ্য দিল ভারত

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৩, ০৫:২২
10Shares
ইংল্যান্ডকে ২৩০ রানের লক্ষ্য দিল ভারত
ছবি: সংগৃহীত

লক্ষ্ণৌ একানা স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তুলতে সক্ষম হয় ভারত।

বিজ্ঞাপন

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে উড়তে ভারতকে ২২৯ রানে আটকে দিয়েছে ইংল্যান্ড। ফলে জয়ের ইংলিশদের প্রয়োজন ২৩০ রান।

রবিবার (২৯ অক্টোবর) লক্ষ্ণৌ একানা স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তুলতে সক্ষম হয় ভারত।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। দারুণ এক ডেলিভারিতে শুভমান গিলকে (৯) বোল্ড করেন ক্রিস ওকস। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ফর্মে থাকা বিরাট কোহলি। বিশ্বকাপে এটাই তার প্রথম ডাক। চারে নামা শ্রেয়াস আইয়ারকেও (৪) থিতু হতে দেননি।

বিজ্ঞাপন

চাপের সময়ে লোকেশ রাহুলকে নিয়ে হাল ধরেন রোহিত শর্মা। চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন দুজনে। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি রাহুল। ৫৮ বলে ৩৯ রান করা এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান ডেভিড উইলি। 

অন্যদিকে, ক্যারিয়ারের ৫৪তম ফিফটি তুলে নেওয়ার পর সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন রোহিত। কিন্তু আদিল রশিদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন তিনি। ১০১ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন ভারতীয় অধিনায়ক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে সূর্যকুমারের দৃঢ়তায় ২০০ পার করে। সঙ্গে জাসপ্রিত বুমরাহও (১৬) অবদান রাখেন। ৪৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৯ রানে ফেরেন সূর্য। 

ইংলিশদের সর্বোচ্চ ৩টি উইকেট নেন ডেভিড উইলি। এছাড়া ওকস ও রশিদ নেন দুটি করে উইকেট।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ইতোমধ্যে ৫ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। অন্যদিকে ঝুলছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য। পাঁচ ম্যাচে কেবল একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান একদম তলানিতে। তাই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে জয়ের বিকল্প নোর লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD