Logo

আবারও পাকিস্তানের বিপক্ষে সহজ জয় ভারতের

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:১৫
22Shares
আবারও পাকিস্তানের বিপক্ষে সহজ জয় ভারতের
ছবি: সংগৃহীত

দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ২য় ম্যাচে মুখোমুখি হয়। গ্রুপ পর্বেরে মতো এবারও সহজ জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।

বিজ্ঞাপন

রবিবার (২১ সেপ্টেম্বর) টস জিতে পাকিস্তান এদিন ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল । ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল তারা। দুইশ’ ছোঁয়া দলীয় রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওভারে উইকেট হারিয়ে ও স্লগে মন্থর ব্যাটিংয়ে মিটিংয়ে রান করতে পারেননি ৫ উইকেটে ১৭১ রানে আটকে যায় পাকিস্তান।

জবাবে ভারত ৯.৫ ওভারে ১০৫ রানের ওপেনিং জুটিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। ১২৩ রানের মধ্যে ৩ উইকেট হারালে সতর্ক পথে হেঁটে জয় তুলে নেন তিলত ভার্মা। 

বিজ্ঞাপন

এর আগে, পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ৯ বলে ১৫ রান করেন ফখর জামান। পরে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে। 

এরপরই খেলার মোমেন্টাম হারায় পাকিস্তান। হুসেইন তালাত ১১ বলে ১০ রান করেন। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫। 

বিজ্ঞাপন

মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে। 

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আবারও পাকিস্তানের বিপক্ষে সহজ জয় ভারতের