Logo

আগামী বিপিএলের নেতৃত্বে থাকছেন বুলবুল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ১৭:২০
17Shares
আগামী বিপিএলের নেতৃত্বে থাকছেন বুলবুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নতুন দায়িত্ব পাওয়ার পরই তিনি বড় একটি দায়িত্ব হিসেবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজনের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নতুন পরিচালনা পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরও জানা যায়, ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেট সংগঠক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম।

এছাড়া সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। তারা নতুন বোর্ডের অধীনে বিসিবির বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদে বিজয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। একই ক্যাটাগরিতে ১৭ জন ভোটারের মধ্যে ১৫টি করে ভোট পেয়েছিলেন বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম।

নতুন নেতৃত্বের অধীনে বিপিএলের আয়োজন আরও পেশাদারভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির কর্মকর্তারা। তারা মনে করছেন, সাবেক ক্রিকেটারদের হাতে টুর্নামেন্টের দায়িত্ব যাওয়ায় দেশীয় ক্রিকেটের উন্নয়ন ও প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD