Logo

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার

profile picture
ক্রীড়া ডেস্ক
২ নভেম্বর, ২০২৫, ১৪:২৪
90Shares
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার
ছবি: সংগৃহীত

ত্রিপুরার আনন্দনগর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রাজেশ বণিক। রাজেশ একই সঙ্গে তার পরিবার—বাবা, মা ও ভাই—এর সঙ্গে ছিলেন, যাঁরা দুর্ঘটনায় বেঁচে গেছেন।

বিজ্ঞাপন

রাজেশ বণিক ইরফান পাঠান ও আম্বাতি রাইডুর সঙ্গে ভারতের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন। ২০০০ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট এবং সেই বছরের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। যদিও জাতীয় দলে খেলার সুযোগ পাননি, রঞ্জি ট্রফিতে অভিষেকের পর তিনি ত্রিপুরার শীর্ষ ক্রিকেটারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেন।

ডানহাতি ব্যাটার রাজেশ মাঝে মাঝে লেগস্পিনও করতেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২টি ম্যাচে তিনি ১৪৬৯ রান করেছেন। পরবর্তীতে রাজেশ ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।

বিজ্ঞাপন

রাজেশের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর ত্রিপুরা দলের ক্রিকেটাররা আগরতলায় বাংলার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে হাতে কালো ফিতা পরিধান করে তাকে স্মরণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ অনুষ্ঠানে সাবেক এই ক্রিকেটারকে শেষ বিদায় জানানো হয়। সংস্থার সচিব সুব্রত দে বলেন, “সাবেক প্রতিভাবান ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচককে হারানো আমাদের জন্য এক বিপর্যয়। তার আত্মার শান্তি কামনা করছি।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD