Logo

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২২, ০৯:০৭
24Shares
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী যু্বকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী যু্বকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুজন হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামের শহিদুল্লার ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে আলমগীর (২৫)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জনায়, সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে নিয়ে মোটরসাইকেল যোগে মাইজবাগের দিকে যাচ্ছিলেন নাঈম। পথে হারুয়া স্কুলের সামনে যেতেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD