Logo

মিথ্যা মামলা করায় বাদী এখন শ্রীঘরে

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৩, ০৯:৪৪
21Shares
মিথ্যা মামলা করায় বাদী এখন শ্রীঘরে
ছবি: সংগৃহীত

এই মামলার রায় ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন

মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় নীলফামারী জেলার ডিমলা থানায় একটি মামলার বাদীকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।  সোমবার (১৬ জানুয়ারি) নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আমলীর আদালত ডিমলা-৬  এ রায় দেন।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়।

বিজ্ঞাপন

মামলার নথি সূত্রে জানা গেছে, ডিমলা থানার নন এফ আই আর প্রসিকিউশন নঃ- ১৮ (সূত্রঃ- জি আর মামলা নংঃ- ৯৪/১৯ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দন্ডবিধি) এন জি আর ১৪/২০ নং এন জি আর মামলার আসামি মো. আরিফ হোসেন। সে ডিমলা থানার ঠাকুরগঞ্জ মাস্টার পাড়ার  মৃত আজিজুল ইসলামের ছেলে। 

বিজ্ঞাপন

এর বিরুদ্ধে সূত্রে বর্ণিত ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে প্রসিকিউশন পক্ষ অনীত বাংলাদেশ দন্ডবিধির ২১১ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. আরিফ হোসেনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন বিজ্ঞ আদালত। 

ডিমলা থানা ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান বলেন, এই মামলার রায় ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে কেউ যেন আর মিথ্যা মামলা দায়েরের সাহস না পায়। এটাই তার উত্তম দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD