Logo

কাংখিত পর্যটক না আসলেও সৈকতে বসন্ত ও ভালোবাসার ছোঁয়া

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১৭:০২
18Shares
কাংখিত পর্যটক না আসলেও সৈকতে বসন্ত ও ভালোবাসার ছোঁয়া
ছবি: সংগৃহীত

ঋতু রাজ বসন্ত আর ভালোবাসা দিবসে কাংখিত পর্যটকের দেখা মিলেনি। তবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বসন্ত ও ভালোবাসার ছোঁয়া লেগেছিল স্বাভাবিকভাবে।

বিজ্ঞাপন

ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবসে কাংখিত পর্যটকের দেখা মিলেনি। তবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বসন্ত ও ভালোবাসার ছোঁয়া লেগেছিল স্বাভাবিকভাবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী এলাকা পর্যন্ত দেখা মিলে কয়েক হাজার মানুষের।

বিজ্ঞাপন

ওখানে বেশিভাগ মানুষ কক্সবাজারের স্থানীয়। যারা বালিয়াড়িতে ঘুরা-ঘুরি করছেন। যেখানে অনেকের পরণে দেখা গেছে হলুদ পোষাক, অনেক নারীর মাথায় ছিল ফুলের মালা। যা দেখে কিছুটা হলে মনে করে দেবে পহেলা ফাল্গুন বা ভালোবাসা

দিবসের কথা।

বিজ্ঞাপন

যেখানে কথা হয় শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণীর সাথে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, তারা ৪ জন মিলে সৈকতে ভ্রমণে এসেছেন। বসন্ত ও ভালোবাসার দিবসের দিনটি সমুদ্র সৈকত উপভোগে স্মরণীয় রাখতে তাদের ভ্রমণ।

বিজ্ঞাপন

আবার অনেকেই দেখা গেছে পরিবার পরিজন মিলে সৈকতে ভ্রমণ করতে। চাকুরিজীবী আনোয়রুল হুদা জানান, স্ত্রী, ২ সন্তানকে নিয়ে তিনি সৈকতে এসেছেন। বসন্ত ও ভালোবাসা দিবসের পরিবারের অনুরোধ রক্ষায় তার সৈকতে আসা। এসে ভালোই লেগেছে। খুব বেশি মানুষ নেই। উপভোগ করা যাচ্ছে ভালোভাবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারি পুলিশ সুপার শেহরিন আলম জানান, মঙ্গলবার, সাপ্তাহিক কোন ছুটি না থাকায় খুব বেশি পর্যটক আসেননি। তবে সৈকতের বিপুল সংখ্যক স্থানীয় লোকজন ঘুরতে এসেছে। তাদের সার্বিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেস সিকদার জানান, কোন বিশেষ দিবসে না, কক্সবাজার পর্যটক বেশি আসেন সাপ্তাহিক ছুটিতে। কোন ছুটি না থাকলেও ৫০ হাজারের কাছা-কাছি পর্যটক এসেছেন। ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের অর্ধেক রুম বুকিং হয়েছে। যে সব পর্যটক এসেছেন তারা বসন্ত ও ভালোবাসা উপভোগ করছেন নিজের মতো। তবে এ উপলক্ষ্যে সৈকতে বা পর্যটন এলাকায় বিশেষ কোন আয়োজনের সংবাদ দিতে পারেননি তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD