Logo

ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় নবম শ্রেণির ছাত্র নিহত

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৩, ১৩:৪৮
28Shares
ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় নবম শ্রেণির ছাত্র নিহত
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম নামের ১৪ বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে ।

বিজ্ঞাপন

নীলফামারীর ডিমলায় বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম নামের ১৪ বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । 

মঙ্গলবার (৯ মে) সকাল সারে ৯টায় ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর তিতপাড়া (মিয়া পাড়া) নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

শাহিন আলম উত্তর তিতপাড়া (মিয়া পাড়া) গ্রামের আজিজুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন আলম জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। শাহীন সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলে তার বাড়ির সামনে অর্থাৎ সাবেক ইউপি সদস্য তহিদুল ইসলামের বাড়ি হতে বাবলু পাগলার বাড়ি পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাস্তার নির্মাণাধীন কাজের বালু সংরক্ষণ করছিল সেই বালুর ট্রাক্টরটি শাহিন আলমকে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে পরে যায় শাহীন পরে স্থানীয়রা আহত শাহীনকে ডিমলা উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বিজ্ঞাপন

এ বিষয় ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল হতে ড্রাইভার মেরাজ ইসলামকে আটক করে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD