চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

শিশুটিকে ভর্তি করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে
বিজ্ঞাপন
৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জে নায়েব আলী (৩৫) নামে দুই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার রঘুনীলী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, রঘুনীলী গ্রামের বাসিন্দা নায়েব আলী বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশীর সাড়ে ৪ বছরের মেয়ে শিশু সেই বাড়িতে বেড়াতে এলে তাকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
বিজ্ঞাপন
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইফফাত আরা বলেন, শিশুটিকে ভর্তি করা হয়েছে। এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








