Logo

সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ২১:১৯
16Shares
সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

সমাবেশ ভুণ্ডুল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশস্থলসহ আশেপাশে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে

বিজ্ঞাপন

বিএনপির সমাবেশের প্রস্তুতির সময় নাটোরে দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিলে জানা গেছে। ঘটনার পর অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় সমাবেশ ভুণ্ডুল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশস্থলসহ আশেপাশে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশের দিকে তেড়ে আসেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ছাত্রলীগের।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD