Logo

আম্ফানে ভেঙে রাস্তা তিন বছরেও সংস্কার হয়নি

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৩, ০১:৩৭
11Shares
আম্ফানে ভেঙে রাস্তা তিন বছরেও সংস্কার হয়নি
ছবি: সংগৃহীত

রাস্তাটির প্রায় আধা কিলোমিটার জায়গা দিয়ে খাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আমরা বিকল্প একটি রাস্তা করে দিয়েছি।

বিজ্ঞাপন

গত তিন বছর আগে ঘূর্ণিঝড় আম্ফানে কাশির হাট খোলা গ্রামের বেড়িবাঁধ ভেঙে লোকালয় পানি প্রবেশ এবং প্রায় তিন কিলোমিটার রাস্তাটি লবণ পানিতে ভেঙে যায়। 

সরেজমিনে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন এর কাশির হাট খোলা গ্রামের সাধারণ মানুষের সাথে আলাপ করলে তারা বলেন, দীর্ঘ তিন বছর পর হলেও আমাদের এলাকার একমাত্র যাতায়াতের পিচের রাস্তা ট ভাঙাচোরা অবস্থা পড়ে আছে। আমরা কয়েক বার স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি কিন্তু তারা এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি। 

বিজ্ঞাপন

ঐ এলাকার বেশ কিছু ভ্যান চালক, ইজিবাইক চালক ও মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা হলে তারা বলেন, শুধু এই রাস্তা দিয়ে এই এলাকার লোকজন চলাফেরা করে না পাশাপাশি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা, পাতা খালীসহ বেশ কয়েক গ্রামের মানুষজন চলাফেরা করে। রাস্তা দিয়ে প্রতিদিন প্রাথমিক থেকে কলেজে পড়ুয়া শিক্ষক-শিক্ষার্থী সহ হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা ও যাতায়াত করে থাকে। 

বিজ্ঞাপন

শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের দাবি দূরত্ব আমাদের এলাকার রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। 

বিজ্ঞাপন

উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ কোম্পানি নূরুল ইসলাম বলেন, রাস্তাটির প্রায় আধা কিলোমিটার জায়গা দিয়ে খাল হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আমরা বিকল্প একটি রাস্তা করে দিয়েছি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD