ইছামতীতে ধরা পড়ল ৩শ কেজির ‘শাপলা পাতা মাছ’

মাছের লেজে থাকা কাঁটায় আছে বিষ তাই মাছটি কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে
বিজ্ঞাপন
সাতক্ষীরার ইছামতী নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩শ কেজি ওজনের একটি শাপলা মাছ।
রবিবার (৪ জুন) রাতে ইছামতী নদীর খানজিয়া এলাকায় আজিজুল জাল ফেলে। এক পর্যায়ে মাছটি আজিজুলের জালে আটকে গেলে তিনি আকস্মিক ঘাবড়ে যান এবং স্থানীয়দের সহায়তায় মাছটি উপরে তুলতে সক্ষম হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিষয়টি জানাজানি হলে আশেপাশের লোকজন মাছটি দেখতে ভিড় জমায়। পরে সোমবার সকালে গাজীরহাটের মৎস্য ব্যবসায়ী রবিনসহ তিনজন ব্যবসায়ী কেজি প্রতি ৩শ ২০ টাকা হিসেবে মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী রবিন জানিয়েছেন, বিশাল আকৃতির এই মাছের লেজে থাকা কাঁটায় আছে বিষ। তাই মাছটি কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, তারা তিনজনে মিলে মাছটি ৩শ ২০ টাকা কেজি করে কিনে নিয়েছেন।
বিজ্ঞাপন
জেবি/ আরেএইচ/








