Logo

কুষ্টিয়ায় খাবার হোটেলের আড়ালে দেহ ব্যবসা, আটক ৪

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৩:০৭
29Shares
কুষ্টিয়ায় খাবার হোটেলের আড়ালে দেহ ব্যবসা, আটক ৪
ছবি: সংগৃহীত

হাতেনাতে দুইজন মধ্যবয়সী নারী ও একজন কাস্টমারসহ হোটেল মালিক শ্যাকমকে আটক করেছে ইবি থানা পুলিশ

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ইবি থানাধীর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা বিত্তিপাড়া খাবার হোটেলের আড়ালে মধ্যবয়সী নারীদের দিয়ে চলছিলো রমরমা দেহ ব্যবসা। 

এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৬ জুন) বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক সংলগ্ন শ্যাকমের হোটেলে অভিযান চালিয়ে হাতেনাতে দুইজন মধ্যবয়সী নারী ও একজন কাস্টমারসহ হোটেল মালিক শ্যাকমকে আটক করেছে ইবি থানা পুলিশ। 

বিজ্ঞাপন

অভিযুক্ত হোটেল ব্যবসায়ী শ্যাকম (৪৫) বিভিন্ন স্থান থেকে মধ্যবয়সী নারীদের এনে খাবার হোটেল ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, ইবি থানাধীন ১১ মাইল থেকে শুরু করে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক পর্যন্ত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কোলঘেঁষে প্রায় অর্ধশত খাবার হোটেল গড়ে উঠেছে। যার মধ্যে প্রায় ৬/৭ টি হোটেল ইতিমধ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি কিছু হোটেল বেশ চাকচিক্যভাবে নির্মিত হয়েছে যা কাস্টমারদের নজরে আসতে সুবিধা হচ্ছে। গত তিন মাস পূর্বেও বিত্তিপাড়া তেল পাম্পের সামনে ও তেল পাম্পের সাথে দুই হোটেলে অবৈধ দেহ ব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

তবে মাস না পেরোতেই তারা জেল থেকে বের হয়ে ওই একই ব্যবসায় লিপ্ত হয় বলে জানা যায়। এসব ঘটনা অনেকেই জানার পরও মানসম্মানের ভয়ে মুখ খুলছেন না। 

অপরদিকে এই নারী ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সের যুবকরা প্রতিনিয়ত হচ্ছেন বিপদগামী। ফলে যুবকদের অভিভাবকরা রীতিমতো তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এমন অপকর্মের প্রতিকার চান স্থানীয়রা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ইবি থানার অফিসার আননূর যায়েদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ৪ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD