ফুলবাড়িয়ায় পাটচাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

আপনাদের আবারও বেশি বেশি পাট চাষ করে এ অঞ্চলের পাটের সুনাম ফিরিয়ে আনতে হবে
বিজ্ঞাপন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে পাটচাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা প্রশাসন ও পাট উন্নয়ন অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণে ৭৫ জন চাষি অংশ নেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা, জেলা পাট উন্নয়ন অফিসার মো. আজমত আলী আকন্দ, উপজেলা পাট উন্নয়ন অফিসার (অতি.) মামুন রহমান বক্তব্য রাখেন।
প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপ পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান, সহকারী পরিচালক পাট অধিদপ্তর নারায়ণগঞ্জ মিজান উদ্দিন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা বলেন, পাটের প্রতিশব্দ নলিতা বা নাইল্যা। নাইল্যা থেকেই এ উপজেলার নামকরণ হয়েছে ফুলবাড়িয়ায়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, আপনাদের আবারও বেশি বেশি পাট চাষ করে এ অঞ্চলের পাটের সুনাম ফিরিয়ে আনতে হবে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








