জামালপুরে অপহরণ মামলায় নারী ইউপি সদস্য গ্রেফতার

অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে
বিজ্ঞাপন
জামালপুরে অপহরণ মামলায় মেষ্টা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রীনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ জুলাই) জামালপুরের মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজার এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ জুলাই) অপহরণ মামলায় মহিলা মেম্বার রীনাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ।
বিজ্ঞাপন
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অপহরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মহিলা মেম্বার রীনাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তবে অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








