Logo

বাগেরহাটের রামপালে গাঁজা ডিলার বাবু মীর গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৩, ২২:১১
11Shares
বাগেরহাটের রামপালে গাঁজা ডিলার বাবু মীর গ্রেফতার
ছবি: সংগৃহীত

রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়।

বিজ্ঞাপন

বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে বাবু মীর ওরফে গাঁজা বাবু (৫১) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাবু উপজেলার বাইনতলা ইউনিয়নের বাইনতলা গ্রামের মৃত মালেক মীরের পুত্র। 

শুক্রবার (১৮ আগস্ট) রাত ৯ টার দিকে বাবু গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বাইনতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দিদির মোড় নামক স্থানে অবস্থান করছে বলে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়।  

বিজ্ঞাপন

এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে বাবুকে ৪৫ (পয়তাল্লিশ) গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, বাবু মীর দীর্ঘ দিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে। 

তাকে গতরাতে অভিযান চালিয়ে গাঁজাসহ  গ্রেফতার করা হয়েছে এবং আজ (১৯ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন যে, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আমি সেটা সর্বোচ্চ দিয়ে রামপাল থানাকে মাদকমুক্ত রাখার চেষ্টা করবো।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD