Logo

হাকালুকির বিল শুকিয়ে মাছ আহরণের অভিযোগ থানা পুলিশের অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
13Shares
হাকালুকির বিল শুকিয়ে মাছ আহরণের অভিযোগ থানা পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত

হাকালুকি হাওরের অভয়াশ্রম ও ইজারাকৃত মৎস্য বিলের ইজারা শর্তভঙ্গ করে অবৈধভাবে সেচ মেশিনে বিল শুকিয়ে মাছ আহরণের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। ...

বিজ্ঞাপন

হাকালুকি হাওরের অভয়াশ্রম ইজারাকৃত মৎস্য বিলের ইজারা শর্তভঙ্গ করে অবৈধভাবে সেচ মেশিনে বিল শুকিয়ে মাছ আহরণের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।

 

বিজ্ঞাপন

শনিবার (১২ মার্চ) হাওরের ৬শএকর আয়তনের নাগুয়া-ধলিয়া বিলে পুলিশ অভিযান চালিয়েছে। এর আগে রনচি বিল অভয়াশ্রম থেকে বড়লেখা মৎস্য বিভাগ সেচ মেশিনসহ মাছ ধরার ব্যাপক সরঞ্জাম জব্দ করেছে।

 

জানা গেছে, হাকালুকির ইজারাকৃত তুরল, নাগুয়া-ধলিয়া এবং অভয়াশ্রম ঘোষিত রনচি, চৌলাসহ বিভিন্ন বিলের ইজারাদার স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সেচ মেশিনে বিল শুকিয়ে মাছ আহরণ করতে থাকে।

বিজ্ঞাপন

 

প্রায় ১৫ দিন সেচ মেশিনে অভয়াশ্রমচৌলা বিলে পানি শুকিয়ে প্রভাবশালীরা লাখ লাখ টাকার মাছ লুট করেছে। রনচি অভায়শ্রম বিলের মাছ লুটের পর লোক দেখানো অভিযান চালিয়ে বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান একটি সেচযন্ত্র মাছ ধরার সরঞ্জাম জব্দ করেই দায় সারেন। ৬শএকরের নাগুয়া-ধলিয়া বিলের ইজ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD