Logo

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার সেলের আঘাতে ঘুমধুম সীমান্তে নারীসহ নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০০
79Shares
মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার সেলের আঘাতে ঘুমধুম সীমান্তে নারীসহ নিহত ২
ছবি: সংগৃহীত

এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরজন স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী আসমা খাতুন (৫৫)।

বিজ্ঞাপন

মিয়ানমারে চলমান সংঘাতে গোলাগুলি যেন থামছে না। কি স্থল কি আকাশপথ সমানতালে চলছে গোলাগুলি। হেলিকপ্টার থেকে করা হচ্ছে গুলি আবার হেলিকপ্টার লক্ষ্য করে করা হচ্ছে গুলি। একই সঙ্গে মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে তুমব্রু, ঘুমধুম সীমান্ত। 

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া একটি মর্টার সেল ঘুমধুম সীমান্তের জলপাইতলি এলাকায় এসে পড়েছে। এতে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ২ জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত বলতে পারেননি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমারের ওপার থেকে আসা মর্টার সেলের আঘাতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হোসনে আরা (৫৫)। অপরজন রোহিঙ্গা নাগরিক।

বিজ্ঞাপন

এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩ টা ১৫ মিনিট) মরদেহ ঘটনাস্থলে রয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD