Logo

পাবনায় নারী খামারীদের সাশ্রয়ী গো-খাদ্য তৈরির প্রশিক্ষণ কর্মশালা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৪, ২২:৪৯
34Shares
পাবনায় নারী খামারীদের সাশ্রয়ী গো-খাদ্য তৈরির প্রশিক্ষণ কর্মশালা
ছবি: সংগৃহীত

প্রশিক্ষণে এলাকার ২৫ জন নারী খামারী অংশ গ্রহন করেন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে গো-খাদ্যের খরচ কমাতে ব্যয় সাশ্রয়ী গো-খাদ্য তৈরির উপর বে-সরকারী উন্নয়ন সংস্থা পিকেএসএফ এর সহায়তায় এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামে খামারীদের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে এলাকার ২৫ জন নারী খামারী অংশ গ্রহন করেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় সদর উপজেলার বাড়ইপাড়ায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগরণী চক্র ফউন্ডেশণের পাবনা জেলার জোনাল ম্যানেজার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুসাইন।

প্রশিক্ষণে কিভাবে স্বল্প খরচে পুষ্টি সমৃদ্ধ গো-খাদ্য তৈরি করা যায় তা শেখানো হয়। প্রযুক্তির সহজীকরণে স্বল্প খরচে খাদ্য তৈরি করা শিখতে পারায় অংশ গ্রহনকারীরা অনেক খুশি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD