Logo

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
9Shares
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন জন নিহত হয়েছেন।বুধবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আলমনগর বাজারের সামনে নবাবগঞ্জ-কা...

বিজ্ঞাপন

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন জন নিহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আলমনগর বাজারের সামনে নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। নিহত কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে রিমন, কিবরিয়া, সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD