Logo

৫২ ঘন্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ প্রত্যাহার

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ২৪:৫৩
25Shares
৫২ ঘন্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

অবরোধের টানা ৫২ ঘন্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক

বিজ্ঞাপন

সাভারের আশুলিয়ায় টানা ৫২ ঘন্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১ টার দিকে মহাসড়ক থেকে আন্দোলনরত শ্রমিকরা সরে গেলে দীর্ঘ সময় পর যানচলাচল স্বাভাবিক হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গার্মেন্টসের কয়েকশত শ্রমিক। 

শ্রমিকরা জানায়, গত তিন দিন ধরে সড়কে অবস্থান করে শ্রমিকরা আন্দোলন করেছে। কিন্তু কোন পক্ষই আমাদের সাথে কথা বলেনি। আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।

বিজ্ঞাপন

জানা গেছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লে-অফ করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ কোন ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও প্রদান করে কারখানা কতৃপক্ষ। সকল শ্রমিক পাওনাদি পাওয়ার আশায় সকালে কারখানায় গেলে নোটিশে আরও তিনমাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পায় শ্রমিকরা। এসময় উত্তেজিত হয় সকল শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়িরবাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের টানা ৫২ ঘন্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিক ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারকে আটক করা হয়েছে। এই খবর পাওয়ার পর দুপুর ১ টার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। পরে সড়কটিতে যানচলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD