Logo

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ-নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৬:০৯
28Shares
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ-নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

মতবিনিময় সভার বিশেষ অতিথি লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম

বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট, মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধায় শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি, লালমনিরহাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী হীরালাল রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেন্জ এর ডিআইজি আমিনুল ইসলাম ও মতবিনিময় সভার বিশেষ অতিথি লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তব্য ডিআইজি বলেন, আমাদের সবার পরিচয় আমরা মানুষ।আমরা সংখ্যালঘু নই। আপনারা কেউ সংখ্যালঘু পরিচয় দিবেন না। এবারের পূজায় শতভাগ নিরাপত্তা থাকবে।পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। এর আগে লালমনিরহাটের ধর্মীয় সম্প্রীতির অন্যতম নিদর্শন একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির সহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন মতবিনিময় সভার অতিথিরা।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD