Logo

দেশে ২ মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে: সারজিস আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৫
52Shares
দেশে ২ মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে: সারজিস আলম
ছবি: সংগৃহীত

, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেলের মতো কিছু প্রকল্পকে সামনে রেখে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করা হয়েছে

বিজ্ঞাপন

পদ্মাসেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেলের মতো কিছু প্রকল্পকে সামনে রেখে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ডিসেম্বর) দুপুরে তিনি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের আয়োজনে এক মতবিনিময়সভায় এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে উন্নয়ন দেখিয়েছে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেলের মতো কিছু অবকাঠামো দিয়ে। কিন্তু একটা দেশের উন্নতি কেবল কিছু অবকাঠামো দিয়ে হতে পারে না। এই অবকাঠামোগুলো মানুষের চোখের সামনে দিয়ে ভেতরে ভেতরে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করা হয়েছে। কেউ যখন কোন অবকাঠামোকে উছিলা করে লুটপাটের সমাজ্য চালায় তখন তা বৃহৎ অর্থে দেশের জন্য সমস্যা।

বিজ্ঞাপন

যেই প্রকল্প ২০ হাজার কোটি টাকায় হয়ে যেতো সেই প্রকল্প চুরি বাটপারি সিন্ডিকেট লুটপাট স্বজনপ্রীতি করে যখন ৩৫ হাজার কোটি টাকায় ঠেকায় সেটি দেশের জন্য সমস্যা। পদ্মা সেতু করার পরে পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পে ৪০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। যেই সময়ে দেশে হাজারটা জিনিস ছিলো তা তার আগে করা উচিত ছিলো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন  করতে ১ হাজার কোটি টাকার প্রয়োজন। চীন এই প্রকল্পে যখন সহযোগিতার জন্য এগিয়ে আসে তখন ভারতের দিকে তাকিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য যখন এই প্রকল্প আর সামনের দিকে আগায় না তখন তা বাংলাদেশের জন্য সমস্যা। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে। তবে জাতীয় নাগরিক কমিটি কখনোই কোন রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। রাজনৈতিক দল রেজিস্ট্রেশন করে সরাসরি রাজনীতি করে ভোটের নির্বাচনে যায়। জাতীয় নাগরিক কমিটি আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করবে। পাশাপাশি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। একই সাথে এটি জাতীয় পর্যায়ের একটি ইন্সটিটিউট হবে। বিগত ১৬ বছরে শেখ হাসিনা সৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে দেশে লিডার তৈরি হয় নি, তৈরি হয়েছে কিছু দাস আর নিরব কিছু দর্শক।

বিজ্ঞাপন

আগামীর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি উন্নয়ন করতে চাই তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে। লিডার হিসেবে যাদের শিক্ষা, দক্ষতা ও জ্ঞান থাকবে। লিডার হিসেবে এই মানসিকতা থাকবে যে কেউ অনুসারি না সবাই  সহযোদ্ধা। এই অভ্যত্থানে যারা ছিলো তাদের নিয়েই হয়তো এই রাজনৈতিক দল আসবে। তবে যে রাজনৈতিক দলে যাবে তারা নাগরিক কমিটিতে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ যদি ওই রাজনৈতিক দলে যেতে চায় তাহলে তাকে তার সব পদ ছেড়ে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গাতেই থাকবে। আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠে তার বিরুদ্ধে আবারো এখান থেকেই যে কেউ আন্দোলনের ডাক দিতে পারবে।  

বিজ্ঞাপন

তিনি বলেন, একটা সিস্টেম ধ্বংস করতে সময় লাগে না। কিন্তু গড়তে সময় লাগে। আমরা তাৎক্ষণিক রেজাল্ট চাই। আমাদের মগজে মননে দাসত্ব ঢুকিয়ে দেয়া হয়েছে। শেখ হাসিনা দেশে তদবিরের সংস্কৃতি তৈরি করেছে। এখনো আমার কাছে তদবির আসে। এটি দুএকদিনে শেষ হবে না। সময় লাগবে।  আমরা দেখাবো যে তদবির ছাড়াও কাজ হয়। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD