Logo

মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৫, ০১:০৭
34Shares
মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

তিনি নাশকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ

বিজ্ঞাপন

মেহেরপুর সদর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলায় আসামি হিসেবে গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এমএ খালেককে গ্রেফতার দেখানো হয়েছে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে( ৪ এপ্রিল)  শুক্রবার  রাতে গাংনীস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। তিনি নাশকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্তরে মোমবাতি প্রজ্জলন করতে যায়। এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের সাবেক সেনা সদস্য জুলফিকার আলির ছেলে রেজানুল হক ইমন বাদী হয়ে ছাত্রলীগ নেতা তন্ময়কে এক নম্বর, গাংনী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে ২ নং জীবন আকবরকে তিন নম্বর আসামি করে ৩৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র‍্যাবের হাতে আটক হয়েছিলেন এম এ খালেক।পরে মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করে আসছিলেন।

বিজ্ঞাপন

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাণী ইসরাইল জানান, এমএ খালেকের বিরুদ্ধে এর আগে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, আজ শনিবার দুপুরের মধ্যে এমএ খালেককে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

জেবি/ এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD