কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।
বিজ্ঞাপন
কুমিল্লার মুরাদনগরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার আকুবপুর ইউনিয়নের কড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় হামলাকারীরা বাড়ি-ঘরে ভাঙচুর চালায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহতরা হলেন, কড়িবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৪), ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।
হত্যাকন্ডের বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক তদন্ত শেষে মরদেহগুলো উদ্ধার করে সুরতহালের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের পেছনের কারণ জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দে এলাকাবাসী ছুটে এসে দেখতে পান তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাদের বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তারা মারা যান।
বিজ্ঞাপন
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








