Logo

গলাচিপায় গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৫, ২৩:৪০
41Shares
গলাচিপায় গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় ৫ আগস্ট ২৫ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পটুয়াখালীর গলাচিপায় ৫ আগস্ট ২৫ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা  বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) ১১ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে গলাচিপা উপজেলা বিএনপির ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে মুখরিত করেন জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটান। 

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে র‍্যালিতে উপস্থিত থাকেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গলাচিপা, দশমিনা আসনেন বিএনপির মনোনীত পদপ্রার্থী হাসান মামুন। এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বিএনপির সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিন খন্দকার, আসাদুজ্জামান সবুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সমাবেশে প্রধান অতিথি ও স্থানীয়  বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি, আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও সমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র‌্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

গলাচিপায় গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি