ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে পাতিবিলের নিকট ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তি নির্মমভাবে মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে পাতিবিলের নিকট ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তি নির্মমভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি উল্লিখিত এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত ঐব্যাক্তি লাইন পারাপারের সময় অসাবধানতার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করে।
বিজ্ঞাপন
সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় খুঁজে বের করার জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
এসডি/








